রাজবাড়ীর কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলা শহরের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের আশপাশ রাস্তা পদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন কালুখালী উপজেলা জাসাস এর সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আতর, সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক (বাবুল মোল্লা) প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৮২ সালে ঢাকার রমনার বটমূলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম সদস্য পদ নিয়ে জাসাস এর প্রতিষ্ঠা করেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক মনা মানুষের সংগঠন এই জাসাস। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল দলীয় কার্যক্রমে জাসাস এর নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে।
উপজেলা জাসাস এর সিনিয়র সহ-সভাপতি আবু মোসাদ্দেক হোসেন মুসা, সহ- সাংগঠনিক সম্পাদক ফিরোজ রহমান, কবি সরদার আবুল কাশেম, মহিলা সম্পাদিকা মিসেস মেরিনা প্রিন্স, নাজনীন নাহার, সদস্য মিজানুর রহমান লিমন, নাজির হোসেন চুন্নু, সাইদুর রহমান জিল্লু, দপ্তর সম্পাদক সোহরাব হোসেন, করিম শেখ, আশরাফ আলম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাসাসের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।