রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। জেলা প্রশসক নিজে মানুষের কাছে গিয়ে এসব কম্বল বিতরণ করছেন। মঙ্গলবার রাতেও রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তাবৃন্দ রাজবাড়ী শহরের নিউ কলোনী এলাকায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর স্থানীয় সরকার উপপরিচালক ও রাজবাড়ী পৌরসভার প্রশাসক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, জেলা প্রশাসন ও রাজবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।