রাজবাড়ীর পাংশা থানার পুলিশ ২৫পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৪২০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তারা হলো পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুল গ্রামের ছিরু শেখের ছেলে আফতাব শেখ ও কসবামাজাইল ইউনিয়নের ডেমনামারা গ্রামের জমির মন্ডলের ছেলে খাইরুল ইসলাম।
পাংশা থানা সূত্র জানায়, সোমবার বিকেে পাংশা থানাধীন পাট্টা ইউনিয়নের মুচিদহ খামারডাঙ্গী সাকিনস্থ জনৈক সিরাজ মন্ডলের বাড়ীর সামনে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন, মাদকদ্রব্য বিক্রির এক হাজার চারশত বিশ টাকা ও একটি কালো রংয়ের মটর সাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান, এব্যাপারে মামলা দায়েরের পর আসামীদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।