দৌলতদিয়া যৌনপল্লীর মা ও শিশুদের নিয়মিত স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার লক্ষ্যে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মত বিনিময় সভা মঙ্গলবার কেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) ও সেভ দ্য চিলড্রেনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ড. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট ম্যানেজার শিক্ষা মো. সাইফুল ইসলাম খান সেলিম, সেভ দ্য চিলড্রেনের টেকনিক্যাল স্পেশালিষ্ট ফিরোজা খাতুন। সভায় সভাপতিত্ব করেন কর্মজীবী কল্যান সংস্থা(কেকেএস) এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।