আঞ্জুমান মফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তারিফ-উল হাসান।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আঞ্জুমান মফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, মোহাম্মদ ওয়াজিবুল্লাহ মন্টু, সাধারণ সম্পাদক আঞ্জুমান মফিদুল ইসলাম, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. কুদরত আলী, সমাজসেবক ব্যবসায়ী আলহাজ্ব হাজী দেলোয়ার হোসেন প্রমুখ।