রাজবাড়ীর কালুখালী সরকারি কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক আর নেই (ইন্না-লিল্লাহ..রাজেউন)। তিনি শনিবার বিকেলে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসারত অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রভাষক আব্দুর রাজ্জাক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা। তিনি কালুখালী মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন সময়ের অধ্যক্ষ।
রবিবার সকালে রাজবাড়ীর কালুখালী সরকারী কলেজ মাঠে প্রভাষক আব্দুর রাজ্জাকের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা নামাজের ইমামতি করেন কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ খান। জানাজার পূর্বে প্রভাষক আব্দুর রাজ্জাকের স্মৃতি চারন করে বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ খান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ইকরামুল করিম, কালুখালী সরকারী কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবুল হাসান, প্রভাষক আবু বকর, প্রভাষক শাজাহান বিশ্বাস ও প্রভাষক বজলুর রশীদ। পরে মরহুমের নিজ গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।