শীতের প্রকোপ ক্রমশ বাড়ছে। ্অসহায় দুস্থ অথবা ছিন্নমূল মানুষের এই শীতে সবচেয়ে বেশি কষ্ট অসহায় দুস্থদের কথা ভেবে রাতে কম্বল নিয়ে তাদের কাছে যাচ্ছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শুক্রবার ছুটির দিন রাতেও তিনি রাজবাড়ী জেলার আলীপুর, কুটিরহাট ও শহীদওহাবপুর এলাকায় হতদরিদ্র শীতার্ত মানুষ এবং কাজীকান্দা পীঠতলার মাঠ এলাকায় হতদরিদ্র গৃহকর্মীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ্বর পাল, রাজবাড়ী সদর উপজেলা
নির্বাহী অফিসার মারিয়া হক, নেজারত ডেপুটি কালেক্টর নাহিদুল ইমলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, রাজবাড়ীসহ জেলা প্রশাসন, রাজবাড়ীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।