রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর সামনে রেলষ্টেশন এলাকার নাটোরের আলিম বোডিং থেকে জিয়ারুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জিয়ারুল ইসলাম (৪৩) চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের শাওড়া আজিনুর গ্রামের আরশাদ আলীর ছেলে।
নাটোরের আলিম বোডিং এর ম্যানেজার আছাদ দেওয়ান বলেন, চলতি বছরের নভেম্বর মাসের ২৩ তারিখে বোর্ডিংয়ে থাকার জন্য রুম ভাড়া নেয় জিয়ারুল ইসলাম। বৃহস্পতিবার রুম থেকে তার কোন সাড়া শব্দ পাওয়া না গেলে বিকেলের দিকে তার রুমের দরজা ধাক্কা দিলে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশের খবর দিলে পুলিশ দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পুলিশ জানায়, মৃতের পরিবারকে খবর দেয়া হয়েছে। পোস্ট মর্টেমের জন্য পাঠানো হচ্ছে। আপাতত ইউডি মামলা নেয়া হবে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মরাদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।