রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতু জামিনে বৃহস্পতিবার সন্ধ্যার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তিনি রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আলমগীর শেখ। গত ২৫ সেপ্টেম্বর রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। পরদিন তাকে রাজবাড়ীর আদালতে তোলা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সুমন হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এরপর তিনি উচ্চ আদালতে জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, উচ্চ আদালত থেকে জামিনের আদেশ আসার পাশাপাশি নিম্ন আদালত থেকেও ছাড়পত্র আসে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেন রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা রাজিব মোল্লা। মামলায় রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতু ৭ নম্বর আসামি ছিলেন।