অমর কথাসাহিত্য বিষাদ ‘সিন্ধু’ গ্রন্থের রচয়িতা মীর মশাররফ হোসেনের ১১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিস্থলে উপজেলা প্রশাসন ও বাংলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের থেকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বালিয়াকান্দি উপজেলার পদমদী মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মীর মশাররফ হোসেনের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি কবি সালাম তাসির, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহজালাল, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ বালিয়াকান্দি সভাপতি মুন্সী আলীর আলী, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
১৮৬৯ সালে লেখা মীর মশাররফ হোসেনের ‘রত্নবতী’ উপন্যাসটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর ১৮৮৫ সালে তিনি ‘বিষাদ সিন্ধু’ রচনা করেন। মীর মশাররফ হোসেনে ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল মীর মোয়াজ্জেম হোসেন, মার নাম ছিল দৌলতন নেসা। তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর মারা যান।