মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে, তারই অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া স্বাস্থ্য সেবা কেন্দ্রের আয়োজনে- দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১টায় আশা পাঁচুরিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে আশা পাচুরিয়া অঞ্চল শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা কার্যালয় গোয়ালন্দের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (আর এম) মো, আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম শেখ, সমাজসেবক শেখ মো. জাহিদুন্নবী এবং আশা পাঁচুরিয়া স্বাস্থ্যকেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ, ডা: মো: রেজাউল করিম, স্বাস্থ্যসেবিকা লাবনী আক্তার, বিথী খাতুন, নাসরিন আক্তার, রানু খাতুন সহ অন্যান্যরা।
চিকিৎসা নিতে আসা হতদরিদ্রদের মাঝে এসময় বিনামূল্যে ঔষধ প্রধান করা হয় এবং ৩০০ জন অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয় ফ্রি- মেডিকেলের মাধ্যমে এবং আশা পাচুরিয়া অঞ্চল শাখার ব্রাঞ্চ কর্তৃপক্ষ জানায় তাদের এ কার্যক্রম চলমান থাকবে। আর আশা মহান বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে তারই লক্ষ্যে রাজবাড়ীতে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সেবা নিতে আসা কোহিনুর আক্তার বলেন, আমার শিশু বাচ্চাকে এখানে নিয়ে এসেছি। আমার বাচ্চার কয়েকদিন ধরে ঠান্ডা লেগে আছে। এখান থেকে হাসপাতাল অনেক দূরে তাই হাতের কাছে এ চিকিৎসা সেবা পেয়ে আমরা আনন্দিত।
স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, আশা এনজিও যে চিকিৎসা সেবা দিচ্ছে সেটা আমাদের জন্য খুবই উপকার হইছে। কারণ আশার মাধ্যমে আমরা বাড়ীর সাথেই স্বাস্থ্য সেবা পাচ্ছি। এটা আমাদের জন্য ভালো। আমরা আশা এর প্রতি কৃতজ্ঞ।
অলি মন্ডল নামের এক যুবক বলেন, আমরা এলাকার হতদরিদ্র মানুষ। আমাদের খোজ নেওয়ার মতো কারো সময় নাই। আর আশা আমাদের কে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্য সেবা দিয়েছে। প্রয়োজনীয় ঔষধ পেয়ে আশা এনজিও কর্তৃপক্ষ কে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
আশা পাঁচুরিয়া স্বাস্থ্যকেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ, ডা: মো: রেজাউল করিম বলেন, আমি সকাল থেকে শিশু কিশোর বৃদ্ধ যারা এসেছে তাদের সকল কে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি এবং বিনামূল্য ঔষধও প্রদান করেছি। আর হতদরিদ্র মানুষ সেবা পেয়ে খুব আগ্রহী ও খুশি হয়েছে এবং পরবর্তীতে এখানে স্বাস্থ্য সেবা নিতে আসতেও তারা খুব আগ্রহ প্রকাশ করেছেন।
আশা পাচুরিয়া অঞ্চল শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল কালাম আজাদ বলেন, সরকারের পাশাপাশি আশা এর পক্ষ থেকে আমরা হতদরিদ্র ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা ৩০০ জন হতদরিদ্রকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পৌছে দিয়েছে। এছাড়াও হতদরিদ্রদের নিয়ে আমাদের স্বাস্থ্য সেবার কার্যক্রমটি অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে আশা কার্যালয় গোয়ালন্দের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (আর এম) মো. আব্দুর রাজ্জাক বলেন, এখানে শিশু সহ বিভিন্ন বয়সের মানুষের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এখানে কোন ফ্রি নেয়া হচ্ছে না। এছাড়াও বিনামূল্যে তাদেরকে ঔষধও দেয়া হচ্ছে। আর সারাদেশে আশার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে বিভিন্ন ভাবে সহায়তা করা হচ্ছে। রাজবাড়ীতেও জনসাধারণ ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আশা এর পক্ষ থেকে আমরা কর্মসূচি পালন করবো।