মহান বিজয় দিবসে রাজবাড়ী জেলা প্রশাসন দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। তারই অংশ হিসেবে ১ম দিন সন্ধ্যায় মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে মঞ্চস্থ হয় গহন থিয়েটারের নাটক ‘চাই’।
নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অনুপ কুমার ঘোষ। এটি গহন থিয়েটারের ৫২তম প্রযোজনা। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘চাই’ উপভোগ করেন জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সুধীজন।
অভিনয়ে ছিলেন অনুপ কুমার ঘোষ, সিনান আহমেদ, শুভ, মুক্তা, মিহি, মারজিয়া, সোয়াদ, শোভন, তানজিলা, আনিকা, রাফি ও স্বাধীন।