রাজবাড়ী জেলা পুলিশ ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে মো. বাদশা মন্ডল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার বাড়াইজুড়ি গ্রামের আব্দুল কাদের মন্ডলের ছেলে। রবিবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ফেরি ঘাটের উত্তর পাশে পদ্মা নদীর পাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে এনএসআই কর্মকর্তার কাছ থেকে রাজবাড়ী সদর থানায় তথ্য আসে ধাওয়াপাড়া ফেরি ঘাটের কাছে একটি ট্রলারে একজন লোক অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। পুলিশ ও এনএসআই’র যৌথ অভিযানে ঘটনাস্থলে থেকে বাদশা মন্ডলকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি সিলভার রংয়ের দেশীয় তৈরি দোনালা পাইপগান এবং দুইটি শর্টগানের লিডবল কার্তুজ জব্দ করা হয়। সোমবার এসআই মিজানুর রহমান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত বাদশা মন্ডলকে আদালতে প্রেরণ করা হয়েছে।