মহান বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতি। রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত হয়েছে দিনটি।
৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। দিবসের প্রথম প্রহরে রেলগেট চত্ত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভড়, লোকোসেড বধ্যভূমি, বাস টার্মিনালে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার শামিমা পারভীন প্রমুখ।
সকাল ৯টায় রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উদ্বোধন করা হয় বিজয় মেলার। রাজবাড়ী জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল, শিশু পরিবার ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশ করা হয়। সরকাাির, বেসরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।