মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার রাজবাড়ী জেলার ৩৫৭ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজবাড়ী অফিসার্স ক্লাব চত্ত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, রাজবাড়ীর স্থানীয় সরকার উপ পরিচালক মল্লিকা দে, মেজর অলীক কুমার গুপ্ত বীর প্রতীক, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. কামরুল হাসান লালী, বীর মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতু, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাছরিন নাহার।