রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন, ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাশুকুর রহমান মাশুক, রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এসময় জেলার বিভিন্ন পৌর ও ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মীরা বাসার সামনে উপস্থিত ছিলেন।
ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাশুকুর রহমান মাশুক বলেন, রাজনীতি দুই ধরণের। এক ধরণের কেউ পদের জন্য পাগল, আরেক ধরণের জনগণের জন্য। আমরা আগামীতে কমিটি হবে দুই গ্রুপের সমন্বয়ে। গণতান্ত্রিক প্রক্রিয়ায়। ভালো কমিটি দিতে আমরা কাজ করছি।