জেলার বালিয়াকান্দি উপজেলা নবাবপুর ইউনিয়নের কামারদাহ গ্রামের মো. আখের আলীর ছেলে রবিউল ইসলাম ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন। রবিউল ইসলাম বড় হিজলী আলিম মাদ্রাসা থেকে দাখিল ও মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি বর্তমানে মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজে ডিগ্রি ২য় বর্ষে পড়াশোনা করেন। কার্যকরী সদস্য নির্বাচিত হবার পর মো. রবিউল ইসলাম বলেন, আমরা নতুন ধারার রাজনীতি এনেছি। যেটা হবে জনকল্যাণমুখী শিক্ষার্থীবান্ধব। অধিকার আদায়ে সব সময় রাজপথে থাকবে ছাত্র অধিকার পরিষদ।