বাংলাদেশ জাতিয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, শেখ হাসিনার প্রেতাত্মা যে যেখানে আছেন স্পষ্ট ভাষায় বলে গেলাম কোন হুমকি ধুমকিতে কাজ হবে না। বাংলাদেশ স্বাধীন দেশ ,আমরা আমাদের মর্যাদা নিয়ে থাকবো, আমরা বন্ধুত্ব চাই, আমরা কারও প্রভুত্ব মানি না, মানবো না। শুক্রবার দুপুরে রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বাষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,আমরা ৫ তারিখে শেখ হাসিনাকে উৎখাত করেছি। কিন্তু এখনো তাদের ষড়যন্ত্র থেমে নেই। আধিপত্যবাদী ভারতের উস্কানিতে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশে হিন্দু মুসলিম এক সাথে মিলে মিশে আছে এটা তাদের ভালো লাগে না।
এর আগে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক মো. আইয়ুব আলী, সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী প্রমুখ।