রাজবাড়ী জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র আয়োজনে দুই দিনব্যাপী তথ্যমেলা বুধবার রাতে শেষ হয়েছে। রাজবাড়ী আজাদী ময়দানে এ মেলা অনুষ্ঠিত হয়। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিফ উল হাসান, রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। তথ্যমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৌমিত্র শীল চন্দনের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি প্ররেফসর মো. নুরুজ্জামান, সনাক সদস্য অধ্যক্ষ নুরুল হক আলম প্রমুখ।
এর আগে ‘এই সংসদ দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে’ বিষয়ে সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজি শিক্ষক সুরজিৎ চক্রবর্তী, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ও সাংবাদিক সুমন বিশ্বাস।
রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রামকান্তপুর লালন বাউল একাডেমি শিল্পীবৃন্দ ও সুমন আহমেদ সঙ্গীত পরিবেশন করেন। টিআইবির ইয়েস গ্রুপের পরিবেশনায় অনুষ্ঠিত হয় দুর্নীতি বিরোধী নাটক।