রাজবাড়ীতে মানবাধিকার দিবসে গুমের শিকার ছাত্রদলসহ সকল নাগরিকের মুক্তির দাবিতে ও আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজবাড়ী সরকারি কলেজের সামনে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. টোকন মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহবায়ক আসজাদ হোসেন আজাদ, আতিক শিকদার, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জামিল সরদার, সহ-সভাপতি জসিম খান, সাধারণ সম্পাদক রুবেল মন্ডল, সাংগঠনিক সম্পাদক তানভীর খান রনি প্রমুখ।
বক্তারা বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলেই বিএনপিসহ দেশের সাধারণ মানুষের উপর তারা নির্মম অত্যাচার, নির্যাতন, গুম ও খুনের মতো কাজে মগ্ন ছিল। কিছুদিন আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে সেই সরকার বিতারিত হয়েছে। তাই সকলকে সজাগ থাকতে হবে। তারা যেনো কোনোভাবেই এদেশের শাসনক্ষমতায় ফিরে আসতে না পারে।