সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের মধুপুর ছকিরন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এসএম মুসার বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার মধুপুর ছকিরুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারি খাতুন, সাংবাদিক রাজু আহমদ প্রমুখ। বক্তারা বলেন, আজকে একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ শিক্ষকতার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত শিক্ষকতা করেছেন। তিনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে।