জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে মানববন্ধন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরের সামনে অনুষ্ঠিত হয়েছে। নষ্ট পেঁয়াজ বিতরণের প্রতিবাদে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও দেয়।
মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি ছলেমান আলী মোল্লা দুলুর সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, বাংলাদেশ কৃষক সমিতির নেতা আব্দুস ছামাদ মিয়া, গোলাম কাদের, নজরুল ইসলাম জোয়ার্দার, নায়েব আলী মোল্লা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক বিক্রম দত্ত, অ্যড. আরব আলী, পৌর শাখার সভাপতি আব্দুল বারেক মোল্লা, সেলিম আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার।
বক্তারা বলেন, বিএডিসি জেলার চার হাজার কৃষককে পেঁয়াজ বীজ দিয়েছিল তা ছিল নষ্ট। যেকারণে কৃষকরা ক্ষতির মুখে পড়েছে। শারীরিক পরিশ্রমের পাশাপাশি তাদের আর্থিক ক্ষতিও হয়েছে। তাদেরকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। রাজবাড়ী জেলার সকল গণতান্ত্রিক লড়াই, প্রতিটি মানুষের মুখে আহার যোগানো কৃষক সমাজের ভূমিকা অনন্যা অতুলনীয়। অথচ সেই কৃষক সমাজ আজ অবহেলিত ও বঞ্চিত। এদেশের উন্নয়ন, গণতন্ত্রকে এগিয়ে নিতে কৃষকের স্বার্থকে নিশ্চিত করতে হবে। কৃষি উপকরণের মূল্য কমাতে হবে। ব্যাংক ঋণের সুদ কমিয়ে সরল সুদে কৃষকদের ঋণ দিতে হবে।
উল্লেখ্য, রাজবাড়ী জেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে নভেম্বরের প্রথম সপ্তাহে জেলার ৫ উপজেলায় বিনামূল্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরকারিভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক সরবরাহকৃত পেঁয়াজের বীজ (পেঁয়াজের দানা) চাষিদের মাঝে বিতরণ করে। কিন্তু বীজতলায় ২০ দিন অতিবাহিত হওয়ার পরও বীজের অঙ্কুরোদগম হয়নি। চলতি বছরে জেলায় ৩৬ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের লক্ষ্যমাত্রা ধরা হলেও নষ্ট বীজের কারণে এবছর ৭ থেকে ৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ কম হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।