বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন রাজবাড়ী জেলার রিজার্ভ অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন। একই সাথে বিশেষ কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে সাদর অভ্যর্ত্থনা জানান পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এ উপলক্ষে ড্রিল শেড, পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন। বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শামিমা পারভীন। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স, সিভিল স্টাফগণ তাদের পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা সমস্যা দুরীভূত করা, বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠ পর্যায়ে কাজের প্রতিবন্ধকতা সহ সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। ডিআইজি আওলাদ হোসেন মনোযোগ সহকারে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া জনগণের বন্ধু হয়ে পুলিশকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে কাজের মাধ্যমে পুলিশ ও জনগণের সুসম্পর্ক বজায় রাখা সহ পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ কল্যাণ সভা শেষে সম্মেলন কক্ষ, পুলিশ সুপারের কার্যালয় রাজবাড়ীতে বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিবারণ, নিয়ন্ত্রন এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।