রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড শাখার কর্মীসভা বাখুটিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বহরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজন সভার সভাপতিত্ব করেন ওয়র্ড বিএনপির সহ সভাপতি মো আকবর আলী খান। সভায় প্রধান অতিথি বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ। আরো বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোলাম সরওয়ার ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল কবির জুয়েল, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, বহরপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এ্যাড মো ফিরোজ উদ্দিন, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, যুগ্ম সম্পাদক অ্যড জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো ইয়ারুল শেখ, ৯নং এয়ার্ডের ইউপি সদস্য বিএনপির নেতা আরব আলী প্রমুখ।