রাজবাড়ীতে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার দাবিতে এবং ইসকন, প্রথম আলো ও ডেইলি স্টার নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজবাড়ী জেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের হয়ে রাজবাড়ীর বাজার প্রদক্ষিণ করে পান্না চত্ত্বর হয়ে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিভাসিটি অব বাংলাদেশ (ই.ইউ.বি) শিক্ষার্থী শুভ ইসলামের সঞ্চালনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মীরাজুল ইসলাম তুর্য বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশের জঙ্গি সংগঠন “ইসকন” উস্কানীমূলক কাজ করে যাচ্ছে। তারা ভারত সরকার দ্বারা পরিচালিত সংগঠন। স্বাধীন বাংলাদেশকে তারা ভারতের অঙ্গরাজ্য তৈরি করতে চায়। নিজেরাই মূর্তি ভেঙ্গে অন্যের উপর দোষ চাপায়। তাদের দোসর হিসাবে কাজ করছে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার। সময় টিভি ভিউ বাড়াতে বিতর্কিত কাজ করছে। জঙ্গী সংগঠন ইসকন, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বন্ধের দাবি করেন তিনি। বিক্ষোভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. সাইদুর জামান সাকিব, মীর মাহমুদ সুজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।