রাজবাড়ীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় জেলা শহরের শ্রীপুর আলগাজ্জালী কিন্ডার গার্টেনের ক্যাম্পাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অ্যড. মো. রঞ্জু বিশ্বাসকে সভাপতি ও মো. কবির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা কমিটির সভাপতি মুন্সি সোলাইমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুহা. আজহারুল ইসলাম, জেলা প্রধান উপদেষ্টা অ্যড. নুরুল ইসলাম, জেলা উপদেষ্টা হাসমত আলী হাওলাদার, পৌর উপদেষ্টা হাফিজুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পদক এ্যাড. রঞ্জু বিশ্বাস।
বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত শ্রমিকদের কোনো অধিকার বাস্তবায়ন করা হয়নি। আমরা দেখেছি বিভিন্ন সংগঠন শ্রমিকদের কথা বলে আন্দোলন করেছে। কিন্তু তারা শ্রমিকদের কোনো অধিকার বাস্তবায়ন করতে পারেনি। শ্রমিকদের ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। তাই শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে হলে ইসলামিক আইন বাস্তবায়ন করতে হবে।