রাজবাড়ী সদর উপজেলার চরশ্যামনগর এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মিজু মোল্লাকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে একই গ্রামের হেলাল মোল্লার ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, ফরিদপুর কোতোয়ালী থানায় দায়ের করা জিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মিজু। বুধবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।