রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ উল হাসানসহ গণমাধ্যমকর্মীরা।
সভায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, শহরের সড়কগুলোর বেহাল দশা এবং অবৈধ বালু উত্তোলনসহ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সাংবাদিকদের কথাগুলো শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, রাজবাড়ী জেলা একটি সুন্দর ও শান্তি প্রিয় জেলা। এ জেলার সম্ভাবনাময় ক্ষেত্রগুলো বিকশিত করা এবং জনগণের দুর্ভোগ কমাতে আন্তরিকভাবে কাজ করা হবে। সকলে একত্রে একটি সুন্দর ও সমৃদ্ধ রাজবাড়ী গড়ে তুলতে কাজ করব।