দৌলতদিয়া পল্লীর শিশুদের শিক্ষা অব্যাহত রাখতে ও টেকসই করণে কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এসএমসি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা বুধবার কেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) ও সেভ দ্য চিলেেড্রনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (টিইও) মো. কবির হোসেন, কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, সেফ দ্য চিল্ড্রেন এর প্রজেক্ট ম্যানেজার শিক্ষা মো. সাইফুল ইসলাম খান সেলিম। সভাপতিত্ব করেন কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।