রাজবাড়ী জেলার গোয়ালন্দে সরকারিভাবে বিতরণের জন্য বরাদ্দ বীজ ও সার উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে গোয়ালন্দ পৌর জামতলা বাজার এলাকার নছর উদ্দিন সরদার পাড়া আক্কাস আলীর দোকান ঘর থেকে এসব সার-বীজ উদ্ধার করা হয়। এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আক্কাস আলীর ছেলে আমিনুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি পৌর জামতলা বাজারের ব্যবসায়ী আক্কাস আলীর ছেলে আমিনুল ১১ জন কৃষকের কাছ থেকে সরকারিভাবে বিতরণের ২০ কেজি করে ৫৫ বস্তা গমের বীজ ও ৫০ কেজির ২১ বস্তা ডিএমপি সার কিনে তাদের দোকান ঘরে মজুদ রেখেছেন। এরপর উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান এবং থানা পুলিশের একটি দল নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দোকানে অভিযান চালিয়ে গমের বীজ ও সারগুলো উদ্ধার করা হয়। এর বাজার মূল্য আনুমানিক ৬০ থেকে ৬৫ হাজার টাকা। আমিনুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান বলেন, এ বছর উপজেলার ১ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিতরণের লক্ষ্যে রোববার থেকে সার ও গমের বীজ বিতরণ শুরু হয়েছে। প্রত্যেক কৃষককে ২০ কেজি করে গম বীজ এবং ২০ কেজি করে সার দেওয়া হচ্ছে। তারা প্রকৃত কৃষকদের মাঝেই এগুলো বিতরণ করছেন। এগুলো বাইরে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি।