রাজবাড়ী জেলা সদরের খানগঞ্জ ইউনিয়নের বিলনুরুদ্দিনপুর গ্রামের বাসিন্দা নেপাল সরদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। গত শুক্রবার ফরিদপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের আঞ্চলিক কমান্ডার ছিলেন তিনি। শোষিত মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজের জন্য কিছুই করেননি। তার লক্ষ্য ছিলো কৃষক শ্রমিকের মুক্তি। এই আন্দোলনে সহযাত্রী হয়ে বাড়ীঘর, পুত্র কন্যা ফেলে কাটিয়েছেন ৩০ বছরের ফেরারী জীবন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কণ্যাসহ অসংখ্যা কৃষক শ্রমিক ভক্ত রেখে গেছেন।
শনিবার সকালে বিলনুরুদ্দিনপুর গ্রামে জানাজার পূর্বে নেপাল সরদারের স্মৃতিচারন করতে গিয়ে পুত্র মনোয়ার সরদার কেঁদে কেঁদে বলেন, মেহনতী মানুষের মুক্তির আন্দোলনে থাকায় ৩০ বছর বাবাকে দেখিনা। বাবার আদর, ভালোবাসা পাইনা। তারপরও কষ্ট হয়না, যখন শুনি আমার বাবা মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।