রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলকান্দ্রা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ পাঁচজন আহত হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে। আহতরা হলেন কালিকাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার আব্দুল জব্বার জুলু, তার সহোদর ভাই খায়রুজ্জামান কুসুম, মইনুদ্দিন আহমেদ, মালা বেগম ও চায়না বেগম। তাদের সবার বাড়ি একই গ্রামে। এদের মধ্যে গুরুতর আহত ইউপি মেম্বার আব্দুল জব্বার ও তার ভাই খায়রুজ্জামান কুসুমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, আব্দুল জব্বারের জমির উপর দিয়ে পানির পাইপ বসানোকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, আব্দুল জব্বারে জমির উপর দিয়ে পানি নেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে শুনেছেন। এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।