রাজবাড়ী সদর থানার পুলিশ শনিবার রাজবাড়ী শহরের ১নং রেলগেট এলাকা থেকে দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি মহির সরদারকে ৩৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষীকোল গ্রামের হাবিবুর সরদারের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, দুটি জিআর মামলায় মহির সরদার আদালতের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা বিক্রির ৫৩ হাজার ৭শ টাকা জব্দ করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।