রাজবাড়ীতে তানভীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টায় প্রথমে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ও জেলা প্রশাসকের কার্যালয়ে এ আয়োজন করেন বিনোদপুর এলাকাবাসী। তাদের সঙ্গে রাজপথে ছিলেন তানভীরের মা শাহেদা বেগম।
প্রথমে রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিনোদপুর তানভীরের বাড়ির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করেন এলাকাবাসী। বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে যায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। সেখানে দীর্ঘসময় বিক্ষোভ করেন তারা।
নিহত তানভীরের মা শাহেদা বেগম বলেন, তানভীরকে যারা হত্যা করেছে মৃত্যুর আগে তাদের নাম আমার কাছে বলে গেছে। রাজবাড়ী সদর থানায় যে মামলা হয়েছে সেটি আমি করিনি। আমার ভাইকে দিয়ে জোর করে করানো হয়েছে। আমার সন্তানের অভিভাবক আমি। বাদী হবো আমি। কে এভাবে নাম দিয়ে মামলা করিয়েছে তা আমি জানিনা। মামলার এজাহারে কয়েকজন আসল খুনীর নাম আছে। যারা যারা এ হত্যার সাথে জড়িত আমি নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে চাই। ওরা পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে। খুনীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। তাদের ধরা হচ্ছে না। এটা আমি সহ্য করতে পারছি না। আমি চাই আমার মতো আর কারও মায়ের বুক যেনো খালি না হয়। এসময় তিনি অভিযোগ করে বলেন, এখনো খুনীরা তানভীরের বন্ধুদের নানাভাবে হুমকি ধমকি দিয়েই চলেছে।
বিক্ষোভ শেষে অনতিবিলম্বে তানভীর শেখ হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
গত ১২ নভেম্বর তারিখে রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুরে তানভীর শেখ (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এঘটনায় নিহতের মামা আলম শেখ বাদী হয়ে গত বুধবার ৯ জনের নাম উল্লেখ করে ও আরও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছেন। এই হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।