রাজবাড়ী বালিয়াকান্দিতে ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্রের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ডিপুয়াপ প্রকল্প এসসিসি ব্যাংকের অর্থায়নে এবং এফএমপিএইচটি বিভাগ, ব্রি গাজীপুরর ১৭০১ এর বাস্তবায়নে শনিবার সকালে উপজেলার শালমারা ব্লকে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো শহিদুল ইসলাম। অন্যদের মাঝে বক্তৃতা করেন ব্রি গাজীপুর বিভাগের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ কামরুজ্জামান মিলন, সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো মোজাম্মেল হক, উপ সহকারী কৃষি কর্মকর্তা ইতি কৃষক মান্নান সরদার, রাজিয়া বেগম প্রমুখ।
বক্তারা বলেন, যারা ধান চাষ করবেন ইউরিয়া সার যত বেশি প্রয়োগ করবেন ততো পোকার আক্রমন বেশি হবে। সুষ্ঠু মত সার প্রয়োগ ও কম বয়সি চারা লাগালে ফলন বেশি হবে এবং পবিবেশের জন্য ভাল হবে । এক বিঘার জন্য ১০-১২ কেজি টিএসপি দিবেন এর বেশি না এমওপি যেটা পটাস সেটা ২০-২২ কেজি দিতে হবে তাহলে ভাল হবে। জলবায়ু পরিবর্তন হচ্ছে তাপমাত্রা বেড়ে গেছে গ্যাসের কারণে আমরা প্রচুর জ্বালানি পোড়াচ্ছি। মোটরযান চালাচ্ছি অতিরিক্ত ধান চাষে প্রচুর ইউরিয়া সার প্রয়োগ করছি। এই সার থেকেও নাইট্রাস অক্সাইড নামে একধরনের গ্যাস এটাও গ্রীন হাউস গ্যাস, সব কিছু মিলিয়ে ভূপৃষ্ঠের তাপ বৃদ্ধি পাচ্ছে। আমাদের উদ্দেশ্যে হচ্ছে এই গ্যাস কমানো। আমি যদি ইউরিয়া কম দেই তাহলে গ্রীন গ্যাস কম হবে। তাই ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্রের মাধ্যমে আমরা মাটির নিচে সার দিব ফলে সারও কম লাগবে গ্যাসও কম উদগীরন হবে।