বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন শাখা ৪নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে দৌলতদিয়া ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে আংশিক কমিটি গঠন করা হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতদিয়া ৪নং ওয়ার্ড কমিটির সভাপতি পদে মো. সুজাত বেপারী, সাধারণ সম্পাদক পদে মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আলমাছ মোল্লা, কোষাধ্যক্ষ পদে মো. মুক্তার হোসেন নির্বাচিত হন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতদিয়া শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. সুলাইমান মুন্সী।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতি আবু হানিফ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মো. তারেক বিল্লা, সাধারণ সম্পাদক আ. হাকিম প্রমুখসহ উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নব-নির্বাচিত কমিটির সকলকে ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।