রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইনসহ মর্জিনা বেগম (৪২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৫২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মর্জিনা বেগম দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত নুর ইসলামের স্ত্রী। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এসআই সেলিম মোল্লাসহ একটি পুলিশ ফোর্স গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা সিনেমা হলের পাশে অভিযান পরিচালনা করে হকের বাড়ির ভাড়াটিয়া মর্জিনা বেগমের বসত ঘর থেকে ৫২ পুড়িয়া হেরোইনসহ তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতারকৃত নারী মাদক কারবারিকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।