রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন এলাকায় বিষপানে মাহফুজ সরদার (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। সে চন্দনী ইউনিয়নের বারাইঝুরি গ্রামের মো. মাজেদ সরদারের ছেলে। রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সে। গত বৃহস্পতিবার ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমে ব্যর্থ হয়ে হতাশায় ভুগে কয়েকদিন আগে সে বিষপান করে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।