‘ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই’- স্লোগানকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার “জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ^র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিফ উল হাসান, রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শহিদুল ইসলাম প্রমুখ।