রূপকথার দেশে
আব্দুস সাত্তার সুমন
সত্যি বলছি ঘুমের ঘরে
নীলপরী এসে,
আমায় নিয়ে গিয়েছিল
রূপকথার দেশে।
তাদের দেশে ফলমূল
সুন্দর ঘর বাড়ি,
ভালোবেসে থাকে তারা
নাই তাদের জুরি।
সত্য কথা বলে তারা
আকাশেতে থাকে,
পৃথিবীতে মাঝে মাঝে
দেখা যায় তাকে।
উঁচু-নিচু ভুলে গিয়ে
বসবাসরত,
মনের মত স্বপ্নপুরী
আমার দেশ হতো!
ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ