রাজবাড়ীতে কলেজছাত্র মো. তানভীর শেখকে (২২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে রাজবাড়ী শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ির সন্নিকটে এ ঘটনা ঘটে। তানভীর শেখ রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিনোদপুর গ্রামের বাবু শিকদারের ছেলে ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো কাজল ও রহিম। এদের বাড়ি রাজবাড়ী শহরের বিনোদপুর ও নতুনবাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিনোদপুর গ্রামের একটি দোকানের সামনে ৭/৮ জন দুর্বৃত্ত ধারালো ছুরি দিয়ে তানভীরকে গুরতর জখম করে। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠায়। ফরিদপুর নেওয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব জানান, রাত ১০টার দিকে জানতে পেরেছি তানভীর শেখ (২২) নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। পরে ফরিদপুরে সে মারা যায়। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। হত্যাকারীদের ধরতে একাধিক টিম মাঠে আছে। এটি নিয়ে আইন-শৃঙ্খলা যাতে কোনোভাবেই অবনতি না ঘটে সেদিকে সতর্ক আছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।