গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দৌলতদিয়া পূর্বপাড়ার বাসিন্দাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২টায় কোভিড-১৯ এর খাবার সহায়তা কার্যক্রমের আওতায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে পূর্ব পাড়ার ১১২৫ জন বাসিন্দাদের মধ্যে প্রতিজনকে ৪০ কেজি চাল, ৪ কেজি লবণ, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি মসুর ডাল, ৪ কেজি করে চিনি হাতে তুলে দেয়া হয়।
ত্রাণ সামগ্রী বিতরণে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক বোর্ড মেম্বার ও আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন বিকাশ) সায়মা ফেরদৌসী, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো. সৈয়দ আমিরুল হক, গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুন প্রমুখ।