আবার যদি ফিরি
ইউসুফ বাশার আকাশ
আমাকে একটু একটু করে
পান করলে
শেষ করলে না
অবহেলায়
জমিয়ে রাখা আমাকে
ভুলিয়ে রাখতে পরিনা।
আমার ফুঁড়িয়ে যাবার
ভিষণ ইচ্ছে ছিল
যদিও ক্ষয় রোগের
মতো না
ইচ্ছেগুলোর স্বাদ মেটাতে।
মরু মরিচিকার
চিৎকারের সাথে
প্রথম যখন কথা হলো
তোমার ব্যথার দানে
বাকরুদ্ধ ছিলাম।
ব্যথায় হৃদয় টনটন করতো
কিছুই বলতে পারিনি
বলতে পারলে হয়তো
কষ্ট একটু কম হতো।
যাক এবেলায় হৃদয়কে
পোড়ালাম তোমার এস্কে
তবে তোমাকে জ্বালানোর
বাসনা রইল।
আবার যদি ফিরি
তোমাকেও এমনি করে
একটু একটু করে পান করবো
বাসনার বিগলিত
জ্বালা মুখে বাধ দিও না।