‘ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুন’ স্লোগানে রাজবাড়ীতে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। রোববার সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, রেভিনিউ ডেপুটি কালেক্টর বিপুল সিকদার, ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উম্মে সালমা, সহকারী কমিশনার (ভূমি), রাজবাড়ী সদর।
এ সময় ভূমি মন্ত্রণালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে মূল্যায়িত জেলার সেরা সহকারী কমিশনার (ভূমি), সেরা কানুনগো, সেরা সার্ভেয়ার, সেরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং সেরা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। রাজবাড়ী জেলার সেরা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ হাসিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি), বালিয়াকান্দি; সেরা কানুনগো হয়েছেন মোঃ আতাহার আলী, কানুনগো, এল এ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, সেরা সার্ভেয়ার হয়েছেন মোঃ রাসেল শেখ, উপজেলা ভূমি অফিস, সেরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হয়েছেন মোঃ শাহ্ আলম মিয়া।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে ২ নং রেজিস্টারে অনলাইন রেজিস্ট্রেশন; ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম; ই-নামজারির আবেদন গ্রহণ; খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষনিকভাবে তা সরবরাহ; অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা ইত্যাদি সেবা প্রদান করা হচ্ছে।