হার পাওয়ার প্রকল্পের আওতায় প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে বিনামূল্যে নারীদের জন্য আইসিটি প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসান। সোমবার সকালে উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসন ও আইসিটি দপ্তরের আয়োজনে ৬মাস মেয়াদী আইসিটি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নারুয়া লিয়াকত আলী স্কুল এন্ড কলেজের প্রধান এ কে এম সিরাজুল ইসলাম, মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান ছমির উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, অ্যাসেডের পরিচালক শাহজাহান সিদ্দিক, শাপলা আক্তার, রাফেজা খাতুন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। এ প্রকল্পের আওতায় উপজেলায় ৪ টি ব্যাচে ৮০ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হবে।