বালিয়াকান্দি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান মঙ্গলবার সাংবাদিকদের সাথে তার অফিস কক্ষে মতবিনিময় করেছেন। এসময় বক্তব্য রাখেন বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মো. আতিয়ার রহমান (আতিক), উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, সকালের সময় প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাস প্রমুখ। উপস্থিত ছিলেন তনু সিকদার সবুজ, জাকির হোসেন গাজী, মো. ফারুক হোসেন, জাহিদুর রহিম মোল্লা, গোলাম মোস্তফা, সোহেল খান, ইমদাদুল হক রানা, মো. নুরুল ইসলাম, অনিক সিকদার, মো. আমিরুল হক, মেহেদী হাসান মাসুদ, আজমল হোসেন, জাকির হোসেন পাটোয়ারী।
ওসি বলেন, বালিয়াকান্দি উপজেলার প্রত্যেকটি নাগরিক যাতে পুলিশি সেবা নির্বিঘ্নে পেতে পারে এবং কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে গুরুত্ব দিরয় কাজ করার চেষ্টা করব। এছাড়া পুলিশি সেবা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়াও যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি মাদক ও চোরাকারবারিদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে মাদক, ইভটিজিং ও আইন পরিপন্থী কাজ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে। এবিষয়ে সাংবাদিক ও জনগণের সহোযোগিতায় কামনা করেন।
গত ১৬ সেপ্টেম্বর সোমবার বালিয়াকান্দি থানায় তিনি যোগদান করেন তিনি। থানার সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এর আগে তিনি রাজবাড়ী জেলা ডিবি ওসি হিসেবে কর্মরত ছিলেন।