রাজবাড়ী বালিয়াকান্দিতে সংক্ষিপ্ত আকারে জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে শ্রীকৃঞ্চের শুভ জন্মাষ্টমী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি উত্তম কুমারদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিয়াকান্দির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, শ্রমিক কল্যান ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি খোন্দকার মনির আজম মুন্নু, বালিয়াকান্দি পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম গোপাল চট্রপাধ্যায়, জঙ্গল ইউপি চেয়ারম্যান কল্লোল বসু, বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কর প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তারা বলেন, এদেশ সবার। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। এখন নতুন এক বাংলাদেশ। এই বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য ও দুর্নীতি। বন্যার্তদের পাশে আজ পুরো বাংলাদেশ দাঁড়িয়েছে। আমরাও বন্যার্তদের পাশে রয়েছি। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। আন্দোলনে গিয়ে যারা এখনো চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আলোচনা শেষে বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়।