ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১৬ লক্ষাধিক টাকার চায়না জাল ধ্বংস করেছে। মঙ্গলবার সকালে উপজেলার নারুয়া বাজারে আবদুল মতিন মন্ডলের গোডাউন হতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. হাসিবুল হাসান, মৎস্য কর্মকর্তা হালিমা সদ্দার ৩৯৩ টি কারেন্ট জাল ও ৩২৯টি চায়না জাল জব্দ করে। এসময় নারুয়া বাজারের কারেন্ট জাল ব্যবসায়ী আব্দুল মতিনকে ১ হাজার জরিমানা করে চারটি নসিমনযোগে উপজেলা চত্বরে নিয়ে আসা হয়৷ বিকালে জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়, মৎস্য কর্মকর্তা হালিমা সদ্দার প্রমুখ। আবদুল মতিনের বাড়ি বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের ওয়াজেদ আলী মন্ডলের ছেলে।