“ঈদ হোক সবার” এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার “গোয়ালন্দ ফাউন্ডেশন” নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতি বছরের ন্যায় এবারও শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে।
দেশ-বিদেশে ছড়িয়ে থাকা গোয়ালন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা নিজ উদ্যোগে একটি তহবিল গঠন করে। পরবর্তিতে সংগঠনের কর্মীরা ঈদের দিন দুইবেলা ভালভাবে খেতে পারে সেই অনুযায়ী বাজার সদাই করে একশটি ব্যাগ প্রস্তুত করে। এরপর উপকারভোগী বাছাই করে নিরবে-নিভৃতে তা অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন সংগঠনের স্বেচ্ছাসেবিরা। ঈদ উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, হাফ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম মুড়ি, ১ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম চিনি, ১০০ গ্রাম গুড়া দুধ ও ১ টি সাবান।
ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে গোয়ালন্দ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক আশরাফুল আলম বলেন, ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করতেই গোয়ালন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
গোয়ালন্দ ফাউন্ডেশনের আরেক স্বেচ্ছাসেবক আমিনুল ইসলাম পিয়াল বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শতাধিক অসহায় পরিবারের মাঝে আমরা ঈদ সামগ্রী উপহার দিচ্ছি। গোয়ালন্দের কিছু মানবিক মানুষের আর্থিক সহযোগিতায় গঠিত তহবিল হতে এই ঈদ উপহার গুলো দেয়া হচ্ছে।
গোয়ালন্দ ফাউন্ডেশনের ঈদ উপহার পেয়ে এক দরিদ্র আটো রিকসা চালক বলেন, তিনি ভাড়ায় চালিত অটো রিকসা চালান। প্রতিদিন মহাজনকে ভাড়ার টাকা দেয়ার পর যা থাকে তা দিয়ে সংসার চালানোই কষ্টকর। ঈদ তার কাছে কষ্টের কারণ হয়ে এসেছে। এ অবস্হায় গোয়ালন্দ ফাউন্ডেশন ঈদের বাজার সদাই উপহার হিসেবে দেয়ায় আমার অনেক উপকার হয়েছে। তাদেরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।