২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কোর্ট চত্বর মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ক্রীড়া সংস্থা ও গোয়ালন্দ প্রেসক্লাব পরস্পর মুখোমুখি হয়।
খেলার প্রথমার্ধে গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেনের দূরপাল্লার থ্রোতে গণমুক্তি পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ হেড করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিট পরেই উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ মাহফুজুর রহমান মিলন’র চমৎকার হেডে সমতায় ফেরে উপজেলা ক্রীড়া সংস্থা দল। এরপর পাল্টাপাল্টি আক্রমন হলেও কোন দলই আর গোল গোল করতে পারেনি। ক্রীড়া সংস্থার ক্যাপ্টেন জ্যোতি বিকাশসহ তরুন ফুটবলাররা মূহুমূর্হু আক্রমন করতে থাকেন। কিন্তু গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম শেখের নেতৃত্বে শক্তিশালী ডিফেন্স লাইন, অভিজ্ঞ গোলকিপার সহিদুল ইসলাম সবগুলো আক্রমন প্রতিহত করে দেন। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা থাকায় পরিচালনা পর্ষদ দুদলকে বিজয়ী বলে ঘোষণা করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন গোয়ালন্দ প্রেসক্লাব দলের গোল রক্ষক ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. শহীদুল ইসলাম। প্রীতি ম্যাচে উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জ্যােতি বিকাশ চন্দ্র। গোয়ালন্দ প্রেসক্লাব দলের নেতৃত্ব দেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মাদ আবুল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা টিপু সুলতান, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসজাদ হোসেন আজু, রাশেদুল হক রায়হান, সাধারণ সম্পাদক শামীম শেখ সহ অন্যান্য সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।